Saifmehedi

Call

সরকারি যে চাকরিই করতে চাননা কেন আপনাকে সাধারণ জ্ঞানের ভাণ্ডার বাড়াতে হবে।তারসাথে গণিত,বাংলা,ইংরেজির ব্যাসিক জিনিসগুলো জানুন।মোটকথা প্রচুর পেপার,কারেন্ট অ্যাফেয়ার্স,পড়ুন।তাহলেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 যারা একটি সরকারি চাকরির স্বপ্ন দেখেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, কি কি বই পড়বেন এছাড়া অনেকেই আছেন যারা বার বার পরিক্ষা দিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন আপনার স্টাডি প্লানে কোথায় ভুল, তারাও আমার সাথে একটু মিলিয়ে নিতে পারেন। গাইড লাইনটি সকল সরকারি ব্যাংকের প্রিলিমিনারি, লিখিত, এবং বিসিএস প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরিক্ষার মৌলিক অংশের প্রস্তুতির জন্য।

বাংলা >>>

সাহিত্য : ওরাকল বিসিএস বাংলাব্যাকরণ : নবম-দশম শ্রেণির ব্যকরণ মূল বই, MP3 বাংলা গাইড।

ইংরেজি >>> 
গ্রামার : পিসি দাসের Aplied English Grammer, চৌধুরি এন্ড হোসাইন এর Advanced English Learners (class 9-10), যেকোন একটি অথবা উভয়টি। একটু অগ্রসর হলে ক্লিফসের TOEFL।

ভোকাবুলারি : যেকোন বই যেমন, প্রফেসরস ভোকাবুলারি ট্রেজারার, সাইফুরস ভোকাবুলারি, একটু অগ্রসর হলে ক্লিফসের GRE ভোকাবুলারি।

সবশেষে : প্রফেসরস গাইড। পারলে কম্পিটিভ এক্সাম বইটি প্র্যাকটিস করবেন।

সাহিত্য : আমান এন্ড শিপনের ইজি এপ্রোচ ইংলিশ লিটারেচার।

বাংলাদেশ বিষয়াবলী : ওরাকল গাইড, একটু অগ্রসর হলে ৯ম-১০ম শ্রেণির মানবিকের বই যেমন, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, উচ্চমাধ্যমিক পৌরনীতি দ্বিতীয়পত্র।

আন্তজার্তিক বিষয়াবলী : ওরাকল গাইড, তারেক শামসুর রহমান স্যারের বিশ্ব রাজনীতির ১০০ বছর। আন্তজার্তিক সম্পর্কের মূলনীতি।

ভূগোল, মানসিক দক্ষতা, নৈতিকতা সুশাসন : বাজারের যেকোন গাইড, বলা বাহুল্য উপরের বইগুলো থেকেই অনেকটা প্রস্তুতি হয়ে যাবে।

কম্পিউটার প্রযুক্তি : ইজি কম্পিউটার।

বিজ্ঞান : MP3 গাইড, নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান মূল বই।

গণিত : MP3 গাইড (বিসিএসের জন্য যথেষ্ট)। তবে ব্যাংকের জন্য আরো পড়তে হবে।

বেসিক> ৮ম, ৯ম-১০ম শ্রেনির মূল বই থেকে পার্টিগণিত, পরিমিতি, বীজগণিত (বিসিএস রিটেনের জন্য), ব্যাংকের জন্য শুধু কথায় বীজগণিত। বিগত বিসিএস এবং ব্যাংকের সকল প্রশ্ন। (প্রফেসরস গাইডে পাওয়া যাবে)।

নিয়মিত ইংরেজি এবং বাংলা পত্রিকা পড়ুন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ