Call

শুধু পদার্থ বিজ্ঞানই না প্রায় সব সাব্জেক্টের জন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ....! আপনি যে বিষয়গুলো তুলনামুলক ভাবে কম বুঝেন সেগুলো আগে চিহ্নিত করে নিন। তারপর চেষ্টা করুন স্বগুলতে অন্য গুলোর চাইতে বেশি সময় দেওয়ার। যে সমস্ত বিষয়ে দুর্বল সেগুলো নিয়মিত ক্লাস করবেন। এর জন্য কোনো মতেই ক্লাস ফাকি দেওয়া যাবে না। বাসায় কোনো সমস্যা সমাধান করতে গিয়ে আটকে গেলে সেটা সরাসরি স্কুল শিক্ষকের সহায়তায় সমাধান করে নিবেন। এর পর যদি আপনি পারেন তাহলে দুর্বল বিষয় গুলোর জন্য পারশোনাল টিচার রাখতে পারেন। কোনো সমস্যায় পড়লে সেই টিচারের দ্বারা সমাধান করে নিবেন।  একটা কথা মনে রাখবেন, কোনো প্রকারেই পড়াশুনাতে ফাকি দেওয়ার চেষ্টা করবেন না। প্রতিদিনের পড়া পতিদিনেই শেষ করার চেষ্টা করবেন।সময়ের কাজ সময়ে করার চেষ্টা করবেন। রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন এবং খুব সকালে জেগে নামাজটা পড়ে আবার পড়াশুনা স্টার্ট করবেন। ইনশাল্লাহ....! আপনার রেজাল্ট ভাল বাধ্য। যতটুকু পারলাম, পরামর্শ দিলাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolroy

Call

নিজের চেষ্টা না থাকলে কোন কাজে এগুতে পারা যায় না তাই আপনাকে কোন টিচারকে অনুসরন করতে হবে এবং বাড়িতে নিজে করার চেষ্টা করতে হবে **রুটিন করে বিকালের দিকে পদার্থ গানিতিক সমস্যা দেখতে পারেন **ক্লাস নিয়মিত করতে হবে **বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পার **প্রতিদিন পদার্থের সকল সুত্র খাতায় লিখে চর্চা করতে হবে কারন সুত্র ও এর ব্যবহার জানলে পদার্থ ৭০% হয়ে যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ