শেয়ার করুন বন্ধুর সাথে

মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬ টি। এই ২০৬ টি হাড় নিয়েই Skeletal system বা স্কেলিট্যাল তন্ত্র গঠিত। এর মধ্য মস্তিস্কের চারপাশে ২৯ টি হাড় দিয়ে গঠিত করোটিকা মস্তিস্কের চারপাশে কঠিন আবরণ তৈরী করে মস্তিস্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া ও মস্তিস্ককে রক্ষা করার জন্য সি,এস,এফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা স্নায়ুরস ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ