শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি একজন আলেমের সাহায্য নিতে পারেন ।এবং বাসায় নূরানী নামায শিক্ষা বই কিনে এনে শিখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
নামাজ হচ্ছে মুসলিমদের জন্য সর্বোত্তম ইবাদত । 
নামাজকে/ সালাতকে জান্নাতের চাবি বলা হয় । 

আপনি খুব সহজেই নামাজ শিখতে পারবেন।  আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তবে আপনি 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে মসজিদে গিয়ে আদায় করুন । এতে করে আপনি কয়েক দিনের মধ্যেই ফরজ নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হয় শিখে যাবেন । এবং সুন্নাত নামাজ এবং নফল নামাজ শেখার জন্য আপনি হুজুরের কাছে থেকে বিস্তারিত শুনে শিখে নিন , সেই সাথে আপনি একটি নামাজ শিক্ষার বইয়ের হেল্প নিন।  নামাজের প্রয়োজনীয় ছোট সূরা গুলো একটি একটি করে নামাজ শিক্ষা বই থেকে শিখেন নিন । 
শেখা সূরা গুলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ুন । হুজুর যখন কিরাত করে নামাজ পড়াবে তখন আপনি তার সাথে সাথে মনে মনে সহজ এবং ছোট সূরা গুলো পড়তে থাকবেন । 
এইভাবে খুব দ্রুতই নামাজ পড়া শিখে যাবেন । 

অপরদিকে আপনি যদি মহিলা মানুষ হয়ে থাকেন তবে , আপনি আপনার মা অথবা বোনের কাছ থেকে শিখে নিতে পারেন । তাদের পাশে দাঁড়িয়ে তাদের কে ফলো করে কিছু দিন নামাজ পড়ুন । দেখবেন দ্রুত শিখে গেছেন । সূরা শেখার জন্য এবং নামাজের আহকাম এবং আরকান সমূহ জানতে একটি ভালো নামাজ শিক্ষা বইয়ের হেল্প নিন ।

মনে রাখবেন, নামাজ এবং কোরআন শিক্ষায় স্বয়ং আল্লাহ সাহায্য করে থাকেন । 
মহান আল্লাহ আপনাকে সহায়তা করুন । (আমিন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ