Call

সেট টাকে একটা সফটওয়্যার দিন।আশা করি আর সহজে হ্যাং হবে না।কাষ্টমার কেয়ার অথবা মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে সফটওয়্যার দিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

মোবাইল থেকে সিম, মেমোরি খুলে ফেলুন তারপর মোবাইল অন করে বেকআপ রিসেটে গিয়ে, রিসেট করুন তাহলেই ঠিক হয়ে যাবে। তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। ১. প্রথমত বেশি apps install করা যাবে না ২.মেমোরি কার্ড বেশি লোড করা যাবে না ৩.সেট মেমোরি কে খালি রাখাই ভাল। [বিঃদ্রঃ অপ্রয়োজনীয় এপস ইনস্টল করবেন না]

Talk Doctor Online in Bissoy App

৫১২ এমবি র‌্যাম এর ফোনে বেশি এপ ব্যবহার করা যায়না । বেশি এপ ইনস্টল থাকলে ফো হ্যাং করা সাভাবিক। আপনি এই ফোনে মেসেন্জার এবং এই দুটা ইন্সটল থাকলে আনস্টল করে ফেলবেন। এবং এই দুটা এপ ৫১২ র‌্যাম ফোনে ব্যাবহার করলে ফোন হ্যাং দেয়। ফোনটা রেস্টোর যদি না দিয়ে থাকেন ফোনট রেস্টোর দিন তাহলে আর সমস্যা হবেনা। রেস্টোর দেয়ার পরও যদি ফোন হ্যাং দেয়া ফোনটা ফ্লাস দিন। তাহলে ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফনের রেম খুব কম তাই,, আপনি প্লেস্টোর থেকে লাইট অ্যাপ ডাউনলোড করবেন। Android assistant অ্যাপ দিয়ে অট বুষ্ট অন করে দিন, আশা করি আপনার ফন একটু হলেও কম হেং হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

Facebook, messenger, picart এগুলো ফোন হ্যাং করে ফেলে

Talk Doctor Online in Bissoy App