গ্রাফিক্সের কাজ হল সৃজনশীল কাজ।

আর সৃজনশীল কাজের ক্ষেত্রে কঠিন একটা সত্য হল- 

এটা কাউকে শেখানো যায় না। 

এটা ঠিক যে, আপনি কারো কাছ থেকে ব্যাসিক ধারণা পেতে পারেন। কিন্তু কর্মক্ষেত্রে সেটা প্রয়োগ করতে হলে আপনার চাই একটা সৃজনশীল মাথা।

সৃজনশীল কাজের জন্য সবচেয়ে বেশি দরকার একটি সৃজনশীল মন মগজ।

এসব আইডিয়াও আপনার মাথা থেকেই উদয় হবে।

আইডিয়া কেউ কাউকে শেখাতে পারে না।

টেকনিক শেখানো যায়। কিন্তু গ্রাফিক্স ইত্যাদি সৃজনশীল কাজের জন্য টেকনিক তেমন ফলপ্রসূ নয়।

তাই মাথাকে কাজে লাগান, মাথার ভেতর আইডিয়া ফিট করুন। তাহলে আপনিও একসময় ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ