শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষের শরীরে পেটের বায়ু সৃষ্টি হয় পরিপাক বা হজমের নালীতে (গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল ট্র্যাক্ট) জীবাণুগুলির দ্বারা খাবার ভাঙা অথবা অনিচ্ছাকৃতভাবে বাতাস গিলে ফেলার কারণে। এটা পেট-ফাঁপা বা ঢেঁকুর তোলার কারণ ঘটায়। অন্ত্রতে প্রায় <200 ml গ্যাস থাকে যেখানে প্রায় 600-700 ml গ্যাস রোজ শরীর থেকে বাতকর্ম রূপে বার হয়। পেট-ফাঁপা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ। পেটের বায়ুর পুনরাবৃত্তি এবং যে পরিমাণ বার হয় তা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন ভিন্ন ধরণের হয়। এটা অস্বস্তিকর এবং লজ্জাকর হতে পারে। পেটের বায়ুতে হাইড্রোজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড-এর মত গ্যাস থাকে। দুর্গন্ধটা হাইড্রোজেন সালফাইড-এর গন্ধের মত একই রকম হয়।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ