Jamiar

Call

ভাত খাবার রুচি বা মুখের রুচি নষ্ট হওয়ার কিছু কারন হলো:-

  • পেটে গ্যাস্ট্রিক 
  • হেপাটাইসিস সংক্রমণ     
  • জন্ডিস হলে,
  • ডিপ্রেশন বা মানুসিক সমস্যা
  • মেডিসিন সেবনের কারনে,
  • কোষ্ঠকাঠিন্য হলে বা বদহজম হলে,
  • লিভার সংক্রন্ত সমস্যা,
  • দির্ঘদিন ধরে রুচি বর্ধক সিরাপ সেবনের ফলে পরবর্তীতে রুচিহীনতা ভুগে থাকেন।
  • সাধারণত জ্বর, ভাইরাস সংক্রমণ জ্বর, গ্যাস্ট্রিক আলসার বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় খাবারের রুচি কমে যায়।

এছাড়াও এলকোহল আসক্তি হলে, নেশাকরলে, শরীরে বিভিন্য রোগে বাসা বাধলে খাবার রুচি কমে যায় বা থাকে না।যার ফলে শরীর ক্লান্তি সহ নানান সমস্যায় ভুগতে হয় উক্ত রুগিকে। তবে খাবার রুচি না থাকা বা নষ্ট হওয়া কোন রোগ নয়,বরং এসব অন্যান্য রোগের উপসর্গ হিসেবে প্রভাব ফেলে।সুতারাং আপনার এরকম কোন সমস্যা দেখা দিলে অবশ্যই একজন মেডিসিন বিভাগের ডাক্তার দেখাবেন এবং সঠিক চিকিৎসা নিবেন।আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ