শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

modulation এর "mo" এবং demodulation এর "dem" থেকে modem শব্দটি এসেছে। যে যন্ত্র এনালগ সিগনালকে ডিজিটালে এবং ডিজিটাল সংকেতকে এনালগে পরিনত করতে পারে তাকে মডেম বলে। মডেম কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের সময় কম্পিউটারের ডিজিটাল সংকেত কে এনালগ করে মাধ্যমে দেয়। মাধ্যম সিগনালটি বহন করে গ্রাহক কম্পিউটারের মডেমে নিয়া যায়। এই মডেম এনালগকে পুনরায় ডিজিটালে পরিনত করে কম্পিউটারে প্রদান করে। এই কাজটি করার দরকার কারন কম্পিউটার অভ্যান্তরিন কাজ করে ডিজিটাল সংকেত ব্যবহার করে অন্য দিকে মাধ্যম বা মিডিয়া ডিজিটাল সংকেত বহন করতে পারেনা। মডেমের নির্দিষ্ট প্রকার ভেদ করা যাবেনা কারন এক এক ডিভাইসে এটি এক এক ভাবে ব্যবহার হয়। তবে মোটামুটি দুই প্রকার ধরা হয় যথা ভয়েসব্যান্ড মডেম ও ডেটা মডেম। কিন্তু ভয়েস মডেম এখন আর ব্যবহার হয়না, ডেটা মডেম দিয়া ভয়েস মডেমের কাজ করা যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ