শেয়ার করুন বন্ধুর সাথে
Bulbul10

Call

1. চুন প্রাপ্তির উৎস উল্লেখ কর ।
উত্তর:-
চুনের উৎসগুলো হল চুনাপাথর, শামুক, ও ঝিনুকের খোলস ইত্যাদি । সাধারনত খাটি বা অখাটি চুনাপাথর পুড়িয়ে চুন তৈরি করা হয় ।
2. চুন কত প্রকার ও কি কি ?
উত্তর:-
চুন সাধারনত তিন প্রকার । যথা:-
ধনিক চুন (Fat lime)
ঔদক চুন (Hydraulic lime)
প্রাকৃতিক চুন (Natural lime)
3. চুনের গুনাগুন উল্লেখ কর ?
উত্তর:-
ভাল চুনের ৫টি ধর্ম । যথা:-
চুনের ভষ্মিকরণ
চুনের কলিকরণ
চুনের জমাটবদ্ধতা
চুনের পানিযোজন
চুনের ঔদকতা ।
4. ভাল চুনের বৈশিষ্টগুলো কি কি ?
উত্তর:-
ভাল চুনের বৈশিষ্টসমূহ নিম্নে উল্লেখ করা হল :-
চুনকে অবশ্যেই জালানি ছাইমুক্ত হতে হবে ।
চুনাপাথরের চুনে অপদ্রব্য ৫% এর বেশি থাকবে না ।
চুনাপাথরগুলোকে কম পোড়াতে হবে ।
ইহা শক্ত পিণ্ডাকারে থাকবে ।
ইহা সহজে পানিযোজিত করবে ।
ইহা মৃদু পানিতে দ্রবণীয় হবে ।
ইহা দুর্গন্ধমুক্ত হবে ।
ভাল চুন ৫০ নং চালানী দিয়ে চালা যাবে ।
5. চুনের ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ কর ।
উত্তর:-
নিম্নলিখিত কাজে চুন ব্যবহার করা হয় । যথা:-
চুনকামের কাজে
লাইম পানিং এর কাজে
গাথুনি প্লাস্টারিং এর মসলা তৈরিতে
সিমেন্ট প্রস্তুতিতে
জল ছাদে
শিল্পের কাচামাল হিসাবে
কাচ শিল্পে
কস্টিক সোডা উৎপাদনে
ব্লিসিং পাউডার তৈরিতে
বিভিন্ন প্রকার ঔষধ তৈরিতে ইত্যাদি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ