শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভালোবাসা কী-? বিশেষ কারো জন্য মনের এক নিঃস্বার্থ সুন্দর অনুভূতি। যা সৃষ্টিকর্তার পক্ষ হতে উপহার স্বরুপ। যার কখনো পরিবতর্ন হয় না। ভালোবাসা কত প্রকার ও কি কি-? ভালোবাসা হতে পারে বিভিন্ন প্রকারের। তার মধ্যে উল্লেখযোগ্য নিম্নরুপ- কথ্য ভালোবাসা লেখ্য ভালোবাসা মৌন ভালোবাসা ইঙ্গিতপূর্ণ ভালোবাসা কথ্য ভালোবাসা কাকে বলে-? যে ভালোবাসা কথার মাধ্যমে প্রকাশ হয় তাকে কথ্য ভালোবাসা বলে। যেমন: I♥ U- আমি তোমাকে ভালোবাসি। লেখ্য ভালোবাসা কাকে বলে-? যে ভালোবাসা চিঠি পত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে লেখ্য ভালোবাসা বলে। যেমন: প্রাচীন ও বর্তমান যুগের ভালোবাসা। মৌন ভালোবাসা কাকে বলে-? যে ভালোবাসা মনের আবেগ থেকে হয় তাকে মৌন ভালোবাসা বলে। যেমন: বাবা-মার সন্তানের প্রতি ভালোবাসা।প্রকৃত প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। ইঙ্গিতপূর্ণ ভালোবাসা কাকে বলে-? যে ভালোবাসা আকার ইঙ্গিত বা ভাবের মাধ্যমে বোঝানো হয় তাকে ইঙ্গিতপূর্ণ ভালোবাসা বলে। যেমন:চোখমারা,সামনে গিয়ে হাসা ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মন থেকে আপনি যাকে বা যেটা চান এবং যাকে বা যেটা ছাড়া ছাড়া আপনি চলা অসম্ভব মনে করেন এমন ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার হৃদয়ের টানকে ভালোবাসা বলে।


ভালোবাসা তিন প্রকার,

১। যাকেই দেখেন তাকেই ভালোবাসা এটা হলো উদারতা।

২। যাকে ভালোবাসেন তাকে পেয়ে গেলে সেটা হলো সফলতা।

৩। যাকে পাবেন না জেনেও ভালোবাসেন সেটা হল প্রকৃত ভালোবাসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ