ইমকন ট্যাবলেট খাওয়ার পর দুইমাস যাবত মাসে দুইবার করে মাসিক হচ্ছে এবং খুব বেশি রক্ত যাচ্ছে। এই অবস্থায় করনীয় কি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আসলে ইমার্জেন্সি পিল সেবনের পরবর্তীতে মাসিক অনিয়মিত হয়ে থাকে , এছাড়াও তলপেটে  ব্যথা , বমি ভাব , মাসিক অস্বাভাবিক ভাবে হয়ে থাকে । অনেকের ৩/৪ মাস পর্যন্ত  মাসিকে ঝামেলা হয়ে থাকে । কাজেই যাস্ট অপেক্ষা করুন মাসিক কন্ট্রলে আসবে । এখন কোণ ইমার্জেন্সি পিল বা কোন মেডিসিন নিবেন না ।  পুষ্টিকর খাবার খান । আসা করি মাসিক কন্ট্রলে আসবে তবে এখন কোন মতেই  ইমার্জেন্সি পিল   খাবেন না । আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ