আমার স্ত্রীর মাসিক হয় ১৮/০৪/২০২০ তারিখ।

০৮/০৫/২০২০ তারিখ এ অসংরক্ষিত ভাবে মিলিত হই,এবং ৮ ঘণ্টার মধ্যে ইমকন-১ খাওয়াই,
তারপর ২০/০৫/২০২০ তারিখ স্ত্রীর মাসিক হয়,

এর মধ্যে আর মিলিত হই নি।

কিন্তু  আজ ২৫/০৬/২০ এসে পরলো মানে ৫  দিিন পার হয়ে যাচ্ছে এখন ও পিরিওড হলো না।

আমার স্ত্রী কি প্রেগন্যান্ট হাওয়ার সম্ভাবনা আছে?

মাসিক না হাওয়ার কারণ কি?

কতদিন দেরি হতে পারে মাসিক?



শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

প্রেগন্যান্সি সম্ভাবনা নাই।অপেক্ষা করুন মিন্স হবে।পিলের কারনে মিন্স অনিয়ম হচ্ছে। কয়েকদিন পর মিন্স না হলে  চিকিৎসক এর কাছে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ