Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।না, মিলনের ১০ দিন পর মাসিক হলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না। কেনো না মাসিক হওয়ার মানেই জরায়ুতে থাকা ডিম্বানু বেড়িয়ে আসা ।আর ডিম্বানু বেড়িয়ে আসলে সেখানে বেবির ভ্রুন থাকার কোণ প্রশ্নই আসে না কারন নারীর ডিম্বানু থেকেই ভ্রুন গঠন হয় আর এই  ডিম্বানু যদি না থাকে তাহলে সেখানে বেবি আসবে কোথা থেকে আপনিই বলেন । কাজেই মিলনের পর মাসিক হলে বুঝবেন আপনি প্রেগন্যান্ট না বা হবেন না ।আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ