আপনার চিন্তার কোনো কারন নেই । আপনি মাসিকের সময় মিলন করেছেন তদুপরি জন্মনিরোদক পিল ও খাইয়েছেন । প্রকৃতপক্ষে মাসিক চলাকালীন মিলনে কেউ গর্ভবতী হয় না । আর আপনার স্ত্রী কে আপনি পিল ও যেহেতু থেতে দিয়েছেন তাই গর্ভবতী হওয়ার কোন সম্ভাবনাই নেই । তবে জন্মনিরোদক পিলের পাশ্বপ্রতিক্রিয়ার কারণে মাসিক নির্ধারিত সময়ের আগে হয়ে যেতে পারে অথবা নির্ধারিত সময় পার হওয়ার পরেও মাসিক হতে এক থেকে দুসপ্তাহ দেরি হয়ে যায় । আপনার স্ত্রীর ক্ষেত্রেও একই বিষয়টি ঘটেছে । তাই অনুগ্রহ করে কিছুদিন অপেক্ষা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ