Jamiar

Call

হ্যা অবশ্যই ভাইরাস ছড়াবে কারন এটি ছোয়াছে ভাইরাস। উক্ত অসুস্থ্য ব্যক্তির শ্বাস প্রশ্বাস এর দাড়া অন্যরা শ্বাস নেওয়া দেওয়ার মাঝে ছড়িয়ে যেতে পারে।কাজেই ভাইরাস আক্রান্ত রুগির কাছে গেলে অবশ্যই মাক্স ও ভাইরাস প্রতিরোধ এর সেফটি পরিধান করেই রুগির সাথে থাকতে হবে ও রুগির সেবা করতে হবে।অন্যথায় আপনার মাঝে ভাইরাসে সংক্রামন হতে পারেন।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

করোনা ভাইরাস শুধু মাত্র হাচি,কাশির মাধ্যমে ছড়ায় না। ভাইরাস টি রূপ চেঞ্জ করে বিকট আকার ধারণ করেছে। বর্তমানে এই ভাইরাস টি বাতাসেও ছড়িয়ে থাকে। মনে করুন ঃ আমার করোনা ভাইরাস হয়েছে ( আল্লাহ্ না করুক) এখন আমি একটি গাড়ির ছিটে বসে যাচ্ছি। আমি আমার গন্তব্যে নেমে গেলাম। আমি নেমে যাওয়ার পরে আমি যে সিটে বসে ছিলাম সে ছিটে যত জন বসবে বা ওই ছিটের আশে পাশে যত জন থাকবে তাদের সবার ভাইরাস টি হওয়ার চাঞ্জ থাকবে। ভাইরাস টি যে হবে এটা বলা সম্ভব নয়। কারণ এখানে ইমিউনিটি শক্তির একটি ব্যাপার কাজ করছে। তাহলে কি বোঝা গেলোঃ করোনা ভাইরাস এ আক্রান্ত ব্যাক্তির স্পর্শে আসলে এই ভাইরাস টি তে সংক্রমিত হওয়ার চাঞ্জ থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Nahil

Call

ধন্যবাদ রাকির

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ