Call

হানাফি মাজহাব মতে, মুক্তাদীর কোন কিরাত-ই পড়তে হবে না। কারণ ইমামের কিরাত-ই মুক্তাদীর কিরাত। ইমাম সূরা ফাতিহার পর বাকি সূরা মিলালে যেমন তা মুক্তাদীর পক্ষ থেকে হয়ে যায়, তেমনি সূরা ফাতিহা পড়লেও তা মুক্তাদীর পক্ষ থেকে হয়ে যাবে। মুক্তাদীর আলাদাভাবে সূরা ফাতিহা ও পড়তে হবে না, সেই সাথে অতিরিক্ত সূরাও মিলাতে হবে না।

আর ইমামের পিছনে কিরাত না পড়লে তখন "আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম, ও বিসমিল্লাহির রাহমানির রাহিম" পড়তে হবে না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ