Call

নাকের স্থান যেহেতু খুব নরম ও ঝুঁকিপূর্ণ, তাই লজ্জাস্থানের লোম পরিষ্কার করার মত এখানের লোম পরিষ্কার করার চেষ্টা করবেননা 

নাকের লোম সাবধানে কেচিঁ দিয়ে ছাটুন।

অথবা,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
নাকের লোম পরিষ্কার করার কয়েকটি পদ্ধতিঃ
মসুর ডালের প্যাক তৈরির প্রস্তুত প্রণালী ও ব্যবহারঃ
আধা কাপ মসুরির ডাল বেটে গুঁড়ো করে নিন। এবার দুই টেবিল চামচ মসুরির ডাল গুঁড়ো, এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা চামচ চন্দনের গুঁড়ো, দুই টেবিল চামচ বিশুদ্ধ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার পেস্টটি ম্যাসাজ করে নাকের ভেতরে লোমে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন প্যাকের প্রস্তুত প্রণালী ও ব্যবহারঃ
দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দুধের সর, দুই টেবিল চামচ চন্দন, এক টেবিল চামচ সরিষার তেল, এক টেবিল চামচ গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। নাকের যেসব স্থানে লোম রয়েছে, সেখানে এই প্যাকটি ম্যাসাজ করে লাগিয়ে নিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্রঃ যুগান্তর ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ