আজ স্কুলে যাওয়ার সময় মোবাইল বন্ধ করে রেখে গিয়েছিলাম। স্কুল থেকে ফিরে এসে মোবাইল চালু করে দেখি মেমোরি কার্ড প্রায় ৮ জিবি ফাঁকা। কিন্তু আমার ফাঁকা ছিল মাত্র ১ জিবি। বাকি ৭ জিবি আপনা আপনি-ই মুছে ফাঁকা হয়ে গেছে।  

মুছে যাওয়া ফাইলগুলো 0 B হয়ে আছে। image

এখন ফাইলগুলো ফিরে পাবার কোন উপায় আছে কি?

থাকলে  কার্যকরি একটা উপায় বলুন...


শেয়ার করুন বন্ধুর সাথে
কম্পিউটার থেকে রিকভারি সফটওয়্যার দিয়ে (sd card recovery) রিকভারি করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ