আমার শিশুকাল থেকেই সর্দি কাশি বুকচাপা ইত্যাদি ঠান্ডাজনিত রোগ হতো । ঔষুধ খেতাম এবং অসুখ সারত । কিছুদিন পর আবার এই রোগগুলি হতো । এককথায় এই রোগগুলি আমার পিছু ছাড়ত না । আর একটা কথা আমি যে রাতে মুখ দিয়ে কতদিন থেকে নিঃশ্বাস নিচ্ছি তা আমি নিজেও জানিনা । সম্ভবত শিশুকাল থেকেই । এখন আমি প্রতিদিন রাতে নাক দিয়ে নিঃশ্বাস নিতে চেষ্টা করি কিন্তু পারিনা । শ্বাসকষ্ট হয় । এখন আমি কিভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারব ?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার নাকে মনে হয় পলির সমস্যা আছে তাই আপনি এই বিষয়ে অভিঙ্গ ডাক্তারের সাথে পরামর্শ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Robiulkhan

Call

শ্বাস নিতে কষ্ট হলে আপনার অবশ্যই নাকের সমস্যা হয়েছে। প্রথমত , সর্দি অথবা নাকের মাংশ বৃদ্ধি( polyp) পেয়েছে। polyp হলে অপারেশন করতে হবে অবশ্যই। সাময়িক সমাধান করতে Antazole "রাইনোজল " নাকের ড্রপ দুই তিন ফোটা দিলে শ্বাষ নিতে কষ্ট হয় না। অনেক উপকার পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAliMolla

Call

নাকে Becospray দিনে ২ বার লাগান।যদি কাজ না হয় তবে হোমিও ডা: দেখাতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ