MdZahidHassan

MdZahidHassan

MdZahidHassan

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 21.19k বার দেখা হয়েছে | এই মাসে 21.19k বার
13 টি প্রশ্ন দেখা হয়েছে 12.88k বার
6 টি উত্তর দেখা হয়েছে 8.32k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Recent Q&A

যেকোন অন্যায় মূলক কাজে বাধা দেয়ার প্রত্যেকটা পদক্ষেপ কী কী এবং কিভাবে প্রথম পদক্ষেপ নিবো (বিস্তারিত ভেতরে)?

আমাদের এলাকায় একটা নদী আছে-ধরা হয় যমুনা শাখা নদী, সেই নদীর পাশেই আমাদের এলাকার ঈদগাহ ময়দান, মসজিদ এবং মাদরাসা অবস্থিত এই নদীর বালু উত্তোলনের জন্য প্রতি বৎসর একটা নির্দিষ্ট এলাকা নির্বাচিত হয় এবং নিলাম বা ডাক অনুযায়ী বিভিন্ন অঙ্গসংগঠনের আওতায় সেটা চলে যায় এবং ডেজার মেশিন দ্বারা বালু উত্তোলন হয় এমনিতেই ডেজার মেশিন দ্বারা বালু উত্তোলন নিষিদ্ধ তারপরেও তারা তুলছে, কিন্তু এখন তারা আমাদের ঈদগাহ, মসজিদ এবং মাদ্রাসার পাশে ডেজার মেশিন লাগাচ্ছে এবং বালু উত্তোলন করছে, যার ফলে পুরো এলাকা ধসে যাওয়ার সম্ভাবনা আছে এমতাবস্থায় আমাদের এলাকার সব বড় বড় নেতারা বাধা দিলেও কাজ হচ্ছেনা, টাকার জোরে এলাকার চেয়্যারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত থেমে আছে কেউ বাধা দিচ্ছেনা


 এলাকার কিছু লোক বাধা দিতে আসলে তাদের জীবনের হুমকি দিচ্ছে, বিভিন্ন প্রকার মিথ্যা দোষারোপ করে জেলে দেয়ার হুমকি দিচ্ছে (হতে পারে প্রশাসনও তাদের হাতে) এবং অনেক লোকের রক্তও ঝরে গেছে উল্লেখ্য যে, এই বালু উত্তোলনের সাইটে ডেজার মেশিন যারা পরিচালনা করছে তারা আমাদের এলাকার মধ্যে অনেক হিংস্র প্রকৃতির এবং তারা সবসময় বিভিন্ন নেশার মধ্যে থাকে এইজন্য তাদের সাথে জোর খাটিয়ে লাভ হচ্ছেনা, উল্টো আঘাত হানিয়ে যাচ্ছে, মানতেই হবে এলাকার সব সন্ত্রাসী প্রকৃতির লোককেই নিয়োগ দিয়েছে তারা

এই ঈদগাহ- প্রতি বসর পাচ গ্রামের প্রায় দশ হাজারের বেশি মুসলিম একত্রিত হয় এই সব গ্রামের লোকেরা বাধা দিতেও ভয় পাচ্ছে কেউ এক হয়ে কথা বলতে চাচ্ছে না সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে

এমন অবস্থায়  আমরা কয়েজন এর প্রতিবাদে গোপনে অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছি, এখন আমাদের করণীয় কী ? কি করলে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা বাঁচানো যাবে ?


0 likes | 2707 views

Symphony i10 এ ফন্ট স্টাইল চেঞ্জ করব কিভাবে?

যদি চেন্জ করা যায় তাহলে বিস্তারিত বলবেন । আর কথা হচ্ছে আমার ফোন রূটেড না । 0 likes | 2930 views

টিউবের মাধ্যমে কি শিশু জন্ম দেয়া সম্ভব যদি হয় তাহলে কিভাবে জন্ম হয় জানাবেন প্লিজ?

টিউবের মাধ্যমে কি শিশু জন্ম দেয়া সম্ভব ? যদি হয় তাহলে কিভাবে জন্ম হয় জানাবেন প্লিজ ? 0 likes | 2916 views

কাজের সাথে শরীর উত্তেজনা আসছে না?

আগে মিউজিক শুনলে মাথা নষ্ট হয়ে যেতো। এতো

 উত্তেজনা পেতাম। আর মিউজিকের সাথে ডান্স

 অাপনা আপনি পারতাম।কিন্ত একটা দীর্ঘ সময়

 ডিপ্রেশন সমস্যার জন্যে কোন কাজেই আগ্রহ

 পাই নি। কোন কাজেই না  এখন ওষুধ খেতে খেতে

 মোটামুটি সমস্যাটা সমাধান হওয়ার পথে কিন্তু 

কোন কাজেই উত্তেজনা পাচ্ছি না, মিউজিকে

 কিভাবে বা কাজের ক্ষেত্রে কিভাবে আগের

 মতো উত্তেজনা ফিরিয়ে আনতে পারবো??? প্লিজ

 সাজেশন দিন?? 


0 likes | 2898 views

DSLR ক্যামেরা কিনবো। ৩০,০০০ -৪০,০০০ এর ভেতর কোনটা ভালো হবে। আর কোন কোম্পানির ক্যামেরা ভালো প্লিজ কেউ জানাবেন.....?

0 likes | 2847 views

আমি রাতে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারিনা কেনবিশেষ করে ঘুমানোর সময় ।সমাধান পাব কি?

আমার শিশুকাল থেকেই সর্দি কাশি বুকচাপা ইত্যাদি ঠান্ডাজনিত রোগ হতো । ঔষুধ খেতাম এবং অসুখ সারত । কিছুদিন পর আবার এই রোগগুলি হতো । এককথায় এই রোগগুলি আমার পিছু ছাড়ত না । আর একটা কথা আমি যে রাতে মুখ দিয়ে কতদিন থেকে নিঃশ্বাস নিচ্ছি তা আমি নিজেও জানিনা । সম্ভবত শিশুকাল থেকেই । এখন আমি প্রতিদিন রাতে নাক দিয়ে নিঃশ্বাস নিতে চেষ্টা করি কিন্তু পারিনা । শ্বাসকষ্ট হয় । এখন আমি কিভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারব ? 0 likes | 3410 views

হস্ত মৈথুন থেকে বেচেঁ কিভাবে আামি লম্বা, মেধাবীও শক্তিশালী হতে পারি?

0 likes | 3586 views

Mms এর মাধ্যমে কি ভাবে জাবা ফোন দিয়ে ভিডিও শেয়ার করবো।বি:দ্রি:জাবা ফোনে ৩০০ কেভির বেশি কিছু শেয়ার করা যায় না।তাই ট্রিকস দিন?

0 likes | 2929 views

জিম করার পাশাপাশি কোন ঔষুধ খেলে দ্রুত বডি বাড়ে?

জিম করার পাশাপাশি কোন প্রোটিন জাতিয় ঔষধ খেলে বডি ও মাসাল দ্রুত বড়ে।।দয়া করে কেই জানান 0 likes | 3128 views

এমন কোনো এন্ড্রয়েড সফ্টওয়ার আছে কি যা ইনস্টল করলে গোটা মোবাইলই কম্পিউটটারের মতো হবে?

যদি থাকে তাহলে সফ্টওয়ারগুলোর নাম জানাবেন প্লিজ ।। 0 likes | 3076 views