শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

 দাঁত আঁকাবাঁকা হলে এর ট্রিটমেন্ট করাতে পারেন।

 ২টি উপায়ে আঁকাবাঁকা দাঁত সোজা করা সম্ভব। 

যেমন

 ১. রিমোভেবল ২. ফিক্সড।

 এক্ষেত্রে একজন ডেন্টিস্টের সাথে সরাসরি 

যোগাযোগ করুন। 

এই চিকিৎসার জন্য ভালো সময় হলো ১১ থেকে 

১৩ বছর। মোদ্দাকথা, দুধের দাঁত পড়ে গিয়ে যখনই 

আসল দাঁত উঠবে তখনই চিকিৎসা শুরু করা উচিত, 

দেরি না করে। তাহলে দাঁত দুটো সুন্দরভাবে সাজানো

 যায়। এর মানে অবশ্যই ১১ থেকে ১৩ বছরের 

মধ্যেই আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা শুরু

 করতে হবে। অর্থাৎ ডেনটিস্টের কাছে যেতে হবে। 

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ