গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন কে সংক্ষেপে বলা হয় জিএসএম। এটি এক ধরনের ডিজিটাল তারবিহীন সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা। জিএসএম তথ্য আদানপ্রদান এর ক্ষেত্রে ন্যারোব্যান্ড টিডিএমএ ব্যবহার করে। এটি GMSK মড্যুলেশন টেকনিক ব্যবহার করে থাকে। এভাবে একটি নির্দিষ্ট রেডিও তরংঙ্গে একই সাথে আটটি কলের সুবিধা নিশ্চিত করা যায়, তবে, অর্ধ-দ্রূতি(HR) প্রযুক্তি ব্যবহার করে সর্ব্বোচ্চ ১৬ টি পর্যন্ত কল করা যায়।। জিএসএম এর সূত্রপাত ১৯৯১ সালে। ১৯৯৭ সালের শেষ ভাগে এসে জিএসএম হয়ে ওঠে ১০০ টির বেশি দেশে জনপ্রিয় এবং বিশেষ করে ইউরোপএবং এশিয়াতে প্রামাণ্য মোবাইল ব্যবস্থা ।
Talk Doctor Online in Bissoy App

GSM এর পূর্ণনাম Global system for Mobile Communications. ১৯৮২ সালে European Conference of postal and Telecommunication aadministration (ECPT) এর একটি মোবাইল টেলিফোন সিস্টেম প্রতিষ্ঠান GSM । GSM বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোন সিস্টেম। এর ডেটা ট্রান্সফার রেট 56 kbps। কাভারেজ এরিয়া ৩৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত।

Talk Doctor Online in Bissoy App