শেয়ার করুন বন্ধুর সাথে
  • কচ্ছপ খাওয়া জায়েজ নেই। তা যে কোনো স্থানেরই হোক না কেন! কুরআনে আছে, 'আর তিনি তোমাদের জন্য অপবিত্র বস্তু হারাম করেন।' আর মাছ ছাড়া হালাল হারাম হিসেবে পানিতে বসবাসকারী সব প্রাণীই খাবীছ বা অপবিত্র। তাই তা খাওয়া যাবে না।
  • বন্য গাধা খাওয়া জায়েজ আছে। তবে গৃহপালিত গাধা খাওয়া জায়েজ নেই। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ