শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভাই, আপনার এই প্রশ্নের উত্তরে সৌদিআরবের সর্বোচ্চ উলামা পরিষদের দেওয়া ফতোয়ার হুবহু আরবী থেকে সরল অনুবাদ করে দেওয়ায় যথেষ্ট মনে করছি। এ বিষয়ে আপনার আরো বিস্তারিত কিছু জানার থাকলে নীচে একটি লিংক দিচ্ছি, সেখানে গিয়ে প্রশ্ন করলেই আশা করি আরো বিস্তারিত জানতে পারবেন। চলুন এবার আরবী থেকে হুবহু অনুবাদ করা ফতোয়াটি লক্ষ্য করি, ﺣﻜﻢ ﺃﻛﻞ ﺍﻟﺴﻠﺤﻔﺎﺓ ﻭﺍﻟﺘﻤﺴﺎﺡ ﻭﻓﺮﺱ ﺍﻟﺒﺤﺮ ﻭﺍﻟﻘﻨﻔﺬ ﺍﻟﻔﺘﻮﻯ ﺭﻗﻢ ‏( 11126‏) ﺱ : ﻣﺎ ﺣﻜﻢ ﺃﻛﻞ ﻟﺤﻮﻡ ﺍﻟﺤﻴﻮﺍﻧﺎﺕ ﺍﻟﻤﻮﺟﻮﺩﺓ ﻓﻲ ﺍﻟﺒﺤﺮ، ﻣﺜﻞ ﺍﻟﺴﻠﺤﻔﺎﺓ ﻭﺍﻟﺠﻨﺒﺮﻱ، ﻭﺃﻳﻀﺎ ﺃﻛﻞ ﻟﺤﻮﻡ ﺍﻟﺤﻴﻮﺍﻧﺎﺕ ﺍﻟﻤﻮﺟﻮﺩﺓ ﻓﻲ ﺍﻟﺒﺮ ﻣﺜﻞ ﺣﻤﺎﺭ ﺍﻟﻮﺣﺶ؟ ﺝ : ﻳﺠﻮﺯ ﺃﻛﻞ ﺳﻠﺤﻔﺎﺓ ﺍﻟﺒﺤﺮ ﻭﺍﻟﺠﻨﺒﺮﻱ؛ ﻟﻤﺎ ﺛﺒﺖ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻓﻲ ﺍﻟﺒﺤﺮ ﻟﻤﺎ ﺳﺌﻞ ﻋﻨﻪ : ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﺍﻟﻄﻬﺎﺭﺓ ‏(69 ‏) ، ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ﺍﻟﻤﻴﺎﻩ ‏(332 ‏) ، ﺳﻨﻦ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﺍﻟﻄﻬﺎﺭﺓ ‏(83 ‏) ، ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ﺍﻟﻄﻬﺎﺭﺓ ﻭﺳﻨﻨﻬﺎ ‏(386‏) ، ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ ‏( 2/361 ‏) ، ﻣﻮﻃﺄ ﻣﺎﻟﻚ ﺍﻟﻄﻬﺎﺭﺓ ‏(43 ‏) ، ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ ﺍﻟﻄﻬﺎﺭﺓ ‏(729 ‏). ﻫﻮ ﺍﻟﻄﻬﻮﺭ ﻣﺎﺅﻩ ﺍﻟﺤﻞ ﻣﻴﺘﺘﻪ. ﻭﻛﺬﻟﻚ ﻳﺠﻮﺯ ﺃﻛﻞ ﺍﻟﺤﻤﺎﺭ ﺍﻟﻮﺣﺸﻲ؛ ﻷﻥ ﺍﻟﻨﻬﻲ ﺇﻧﻤﺎ ﻭﺭﺩ ﻓﻲ ﺍﻟﺤﻤﺎﺭ ﺍﻷﻫﻠﻲ. ﻭﺑﺎﻟﻠﻪ ﺍﻟﺘﻮﻓﻴﻖ، ﻭﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻰ ﻧﺒﻴﻨﺎ ﻣﺤﻤﺪ ﻭﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺳﻠﻢ . ﺍﻟﻠﺠﻨﺔ ﺍﻟﺪﺍﺋﻤﺔ ﻟﻠﺒﺤﻮﺙ ﺍﻟﻌﻠﻤﻴﺔ ﻭﺍﻹﻓﺘﺎﺀ ﺍﻟﺮﺋﻴﺲ : ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺑﺎﺯ ﻧﺎﺋﺐ ﺍﻟﺮﺋﻴﺲ : ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ﻋﻔﻴﻔﻲ ﻋﻀﻮ : ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻏﺪﻳﺎﻥ. অনুবাদঃ প্রশ্নঃ কচ্চপ, কুমির, হাঙ্গর, চিংড়ি মাছ এবং স্থলে বসবাস করা গৃহপালিত গাধা প্রভৃতি ভক্ষনের ব্যাপারে ইসলামের হুকুম কি?।(ফতোয়া নং-১১১২৬)। জবাবঃ "সমুদ্রের কচ্চপ, চিংড়ি মাছ প্রভৃতি খাওয়া বৈধ। যেমন নাবী (সাঃ) থেকে প্রমানিত আছে, তাঁকে সমুদ্রের প্রানী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ" এর পানি পবিত্র এবং এর মৃত প্রানী হালাল।" [ সুনান আত-তিরমিযী, ত্বাহারাত অধ্যায়, হা/৬৯। নাসাঈ, হা/৩৩২। আবু দাউদ, ত্বাহারাত অধ্যায়, হা/৮৩। ইবনু মাজাহ, হা/৩৮৬। মুয়াত্তা মালেক, হা/৪৩। আদ-দারেমী, হা/৭২৯।] অনুরুপভাবে বন্য গাধাও ভক্ষন করা বৈধ। কেননা রাসূল (সাঃ) থেকে কেবল গৃহপালিত গাধা ভক্ষনের ব্যাপারে নিষেধের হুকুম বর্নিত হয়েছে। আর আল্লাহই একমাত্র তাওফিকদাতা এবং দরূদ ও সালাম ববর্ষিত হোক আমাদের নাবী মুহাম্মাদ (সাঃ) ও তার পরিবারবর্গের উপর।" ফতোয়া প্রদান করেছেন -লাজনা আদ-দায়িমাহ লিল-বুহুছিল ইলমিয়াহ ওয়াল ইফতাহ।(এটি সৌদিআরবের সর্বোচ্চ উলামা পরিষদ, যেখানে পৃথিবীর প্রতিটি দেশ থেকে প্রতিদিন হাজারো প্রশ্ন করা হয়) এর পক্ষেঃ ১. শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায(প্রধান মুফতী) ২.আব্দুর রাযযাক আল-আফিফী(সহকারী প্রধান মুফতী) ৩. শায়খ আব্দুল্লাহ ইবনে গাদয়ান( সদস্য) আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য এই লিংকটিতে প্রবেশ করুনঃ www.alifta.net/Search/ResultDetails.aspx?languagename=ar&lang=ar&view=result&fatwaNum=&FatwaNumID=&ID=8595&searchScope=3&SearchScopeLevels1=&SearchScopeLevels2=&highLight=1&SearchType=exact&SearchMoesar=false&bookID=&LeftVal=0&RightVal=0&simple=&SearchCriteria=allwords&PagePath=&siteSection=1&searchkeyword=216173217131217133032216167217132216179217132216173217129216167216169#firstKeyWordFound

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call
হানাফি মাজহাব মতে মাছ ব্যতীত সমস্ত সমুদ্র প্রাণী খাওয়া
হারাম।
শাফিয়ী মাজহাব মতে ব্যাঙ কচ্ছপ কুমির শোকর ব্যতীত বাকি
সব হালাল।
মালিকীরর মতে শোকর ব্যতীত বাকী সব হালাল।
হাম্বলীদের মতে সকল সমুদ্রের প্রাণী হালাল।
অতএব, কচ্ছপ হানাফি শাফেয়ীদের মতে হারাম।
আর কাকরা হানাফি মাজহাব ব্যতীত সকলের মতে হালাল।
আব আপনি যে মাজহাবের অনুসারী সে মাজহাবানুসারে আমল
করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ