এটা একজাতীয় এলার্জি জনিত রোগ। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে- কচু, গরুর গোশত্, বেগুন, চিংড়ি ইত্যাদি চুলকানি জাতীয় খাবার খেলে এই গুড়ি গুড়ি বিচির মত এক ধরণের এলার্জিটির চুলকানি বেড়ে যায়। এমন অতিমাত্রায় চুলকানির ফলে চোখের মাঝেও এর প্রভাব পড়ে। যার ফলে চোখ লাল হয়ে যায়। তবুও আপনার জন্য পরামর্শ হলো- আপনি একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। [বি:দ্র: আমার বক্তব্যটিও প্রমাণিত। কেননা, ঠিক এই রকম আমার এখানেও আরো কয়জনের হয়। কিন্ত ঠিক তখনই হয়, যখন তারা এই খাবারগুলো খায়]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ফেনাট আই ড্রপ টি ব্যবহার করুন। আমারো এই সমস্যা টি ছিলো ,উপরের ড্রপ টি ব্যবহার করুন ভালো ফল পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ