CChanbadsha

Call

হ্যা এইড হয়েছে কিনা তা চেক করার উপায় আছে.যেমন রক্ত পরিক্ষার মাধ্যমে এইডস হয়েছে কিনা তা জানা যায় .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এইডসের কিছু লক্ষণঃ১)শরীরের ওজন দ্রুত হ্রাস পায়।২)এক মাসের বেশি সময় ধরে বা থেমে থেমে পাতলা পায়খানা হয়।৩)বার বার জ্বর হয়।৪)অতিরিক্ত ক্লান্তি হয়।৫)শুকনা কাশি হয়।)এসব লক্ষণ এইডসের। তবে উপরের একাধিক লক্ষণ দেখা দিলেই এইডস হবে তা নয়।এর জন্য রক্ত পরীক্ষা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এইডস হয়েছে কি করে বুঝছেন 

সংক্রমণের ধাপের উপর নির্ভর করে এইচআইভি ও এইডসের লক্ষণ ও উপসর্গগুলো পৃথক হয়ে থাকে।

 

এইডস এর লক্ষণ ও উপসর্গ 

সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত: 

জ্বর

মাথা ব্যথা

গলা ভাঙ্গা

লসিকাগ্রন্থি ফুলে উঠা (Swollen lymph glands)

শরীরে লালচে দানা (Rash) ইত্যাদি লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

 

সংক্রমণের পরবর্তী সময় সাধারণত: 

অস্থিসন্ধি ফুলে উঠা (Swollen lymph nodes)

ডায়রিয়া

শরীরের ওজন কমা

জ্বর

কাশি এবং শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

 

সংক্রমণের শেষ পর্যায়ে সাধারণত: 

রাতের বেলা খুব ঘাম হওয়া

কয়েক সপ্তাহ ধরে ১০০ ফারেনহাইট (৩৮ সে.) বা এর অধিক তাপমাত্রার জ্বর অথবা কাঁপুনি

শুকনা কাশি এবং শ্বাস কষ্ট

দীর্ঘদিন ধরে ডায়রিয়া

মুখ অথবা জিহ্বা বেঁকে যাওয়া অথবা সাদা দাগ পড়া

মাথা ব্যথা

সবকিছু অস্পষ্ট ও বিকৃত দেখা

তীব্র অবসাদ অনুভব

তিন মাসের অধিক সময় ধরে অস্থিসন্ধি ফুলে থাকা ইত্যাদি লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে  

রক্তের পরীক্ষা (ELISA and Western blot tests)

মুখের শ্লেষ্মা পরীক্ষা (Oral Mucus)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ