স্বপ্ন তিন প্রকার। ১. (رؤية الصالحة) সত্য স্বপ্ন যা আল্লাহ তাআলার পক্ষ দেখানো হয়। ২. (الرءية من الشيطان) মন্দ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। যেমনটি হাদীস শরীফে আছে, হযরত আবু সায়ীদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে ও অন্যদের কাছে বর্ণনা করে। আর যদি স্বপ্ন অপছন্দের হয়, তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। তখন সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এ স্বপ্নের কথা কারো কাছে বলবে না। কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। (সহীহ বুখারী হা. নং-৯৬৮৫)

৩. (احلام) কল্পনাপ্রসূত স্বপ্ন যা নিয়ে মানুষ সারাদিন চিন্তা করে। যেমনটি সূরা ইউসুফের ৪৪ নং আয়াতে আল্লহ তাআলা বর্ণনা করেন। (অর্থ : তারা বলল, এটা কল্পনাপ্রসূত স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই।

স্বপ্নের তাবীর সংক্রান্ত সকল বইয়ের তাবীর সঠিক নয়। কারণ স্বপ্নের তাবীর স্বপ্ন দর্শকের স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ