Call

ভুত, প্রেত, আত্মা বলতে কিছু আছে কিনা এর কোন বাস্তব প্রমাণ বিজ্ঞান এখনো পায়নি। তবে ইসলাম ধর্ম অনুযায়ী এক্ষেত্রে জীন জাতিকে ইঙ্গিত করা হয়েছে। হিন্দ ধর্ম অনুসারে এগুলো আছে বলেই ধারণা করা হয়। তবে বিজ্ঞান এর ভাষায় এগুলোর এখন কোন সঠিক ও বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু বিজ্ঞানিক ব্যাক্তি মনে করেণ যে একটা এনার্জি বা শক্তি যেমন, বিদ্যুৎ এরকম কিছু আছে। তবে প্রকৃতপক্ষে, ভুত বা প্রেত বা আত্মার কোন বাস্তব প্রমাণ এখনো পাওয়া যায়নি। (নিজ জ্ঞান ও অভিঙ্গতা)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

"আত্মা" বা "রুহ" বা "soul" বলতে প্রত্যেক জীবের স্বতন্ত্র স্বত্তাকে বোঝায়। আমার হাত, আমার বুদ্ধি, আমার দেহ, আমার মন -অথচ এই আমিটা কে?? এই প্রশ্নের উত্তর হচ্ছে "আত্মা", যা আমার চেতনাকে বহন করে। মৃত্যুর মাধ্যমে এই আত্মা দেহ ছেড়ে চলে যায় বলেই আমার মৃত শরীরটাকে আমি বলা যায় না। অতএব অবশ্যই আত্মার অস্তিত্ব রয়েছে।। "প্রেতাত্মা" সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। তবে বিভিন্ন ধর্মমতে ধারনা করা হয় যে, যদিয় মৃত্যুর পর পরজগতে আত্মা তার পাপ ও পুন্য কর্মের ফল ভোগ করে থাকে; কিন্তু যদি কেউ তার নিয়তি নির্ধারিত সময়ের পূর্বেই আত্মহত্যা বা অপঘাতে মৃত্যুবরণ করে, তবে তার আত্মা বিনা শরীরেই পৃথিবীতে বিচরন করতে থাকে যতদিন না তার পৃথিবীতে অবস্থানের সময় শেষ হয়- এইসব অশরীরী আত্মাকেই সাধারনত প্রেতাত্মা বলা হয়। বৈজ্ঞানিকভাবে যদিও এদের কোন অস্তিত্ব আজও পাওয়া যায়নি; তবে বিশ্বের প্রধান প্রধান বিভিন্ন ধর্মের অনুসারীরা এদের অস্তিত্ব আছে বলে তাদের ধর্মশাস্ত্রীয় প্রমান দেখিয়েছেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ