শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রেত+আত্মা=প্রেতাত্মা, যাকে আমরা পৌরানিক ভাবে বিবেচনা করলে বলি কোন মানুষ কোন দুর্ঘটনায় বা এক্সিডেন্টে মারা গেলে তার আত্মা আবার পৃথিবীতে ফিরে এসে মানুষকে নানা ভাবে ভয় বা ভয়াবহ কর্মকান্ড করে থাকে তাকেই আমরা প্রেতাত্মা বলে থাকি। কিন্তু যদি ইসলাম ধর্মের আলোকে প্রেতাত্মা সম্পর্কে বলি তাহলে প্রেতাত্মার কোন অস্তিত্ব পৃথিবীতে নেই।তবে হ্যাঁ শয়তান রূপী জীন জাতী যারা মানুষকে বিভিন্ন ভাবে তারা কষ্ট দেয়। কিন্তু মানুষ মরে গেলে সে আবার নতুন আত্মা নিয়ে ফিরে এসে মানুষকে নানাভাবে জ্বালাতন করবে সে ক্ষমতা তার থাকে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ