কখন update আর কখন upgrade ব্যবহৃত হয়?
Share with your friends
Yakub Ali

Call

Update অর্থ হালনাগাদ

আর Upgrade অর্থ উন্নতিসাধন করা।

Update এ দ্বারা বুঝানো হয় যে "যা আছে" তার সীমাবদ্ধতা দূর করে, নতুন ফিচার/কন্টেন্ট যোগ করে সময়োপযোগী করে নেয়া।

একটি সাইটের প্রতিদিনের কন্টেন্ট যোগ করা, ফেসবুকে আপনার বর্তমান অবস্থার বিষয়ে পোস্ট করা, অ্যাপের bug fixing, অ্যান্ড্রয়েডের সফটওয়্যার হালনাগাদ করা ইত্যাদি হলো আপডেট।

Upgrade দ্বারা বুঝানো হয় "যা আছে" তার সাথে একদমই নতুন কিছু অর্থাৎ "এখনো নেই" এরকম কিছু যোগ করা। 

অ্যামড্রয়েডের ভার্সন চেঞ্জ করা (ললিপপ থেকে মার্শম্যালো), গাড়িতে সাধারণ চাকা বদলে ফোর হুইল যোগ করা, টিনের ঘর ভেঙ্গে বিল্ডিং তৈরি করা এসবকে আপনি আপগ্রেড বলতে পারেন।

সহজে বুঝে নিতে পারেন, আপনার সাইকেলে চাকাটা ঘোরার সময় প্রচণ্ড ক্যাঁচক্যাঁচ আওয়াজ করে। এখন আপনি তেল দিলেও ক্যাঁচক্যাঁচানি বন্ধ হবে আবার নতুন চাকা কিনে লাগালেও হবে।

এখানে তেল লাগানোটা আপডেট আর নতুন চাকা লাগানোটা আপগ্রেড।

প্রশ্নে সফটওয়্যার, কম্পিউটার এসবের কথা বলা হয়নি। তাই সার্বিক দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে দিলাম।

সংগৃহীতঃ শাকিল আহমেদ আরিয়ান

Talk Doctor Online in Bissoy App