Yakub Ali

Call

মেছতার প্রতিকারঃ

১. ডিম ও লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার।

০২. এলোভেরা, শশা ও মধু একত্রে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৩. লেবুর রস ও সমপরিমাণ পানি মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৪. এলোভেরা জেল রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে মেখে সারারাত রেখে পরদিন সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর সাথে ভিটামিন ই ও মেশাতে পারেন। এছাড়া এলোভেরা জেলের তৈরী শরবত খেলেও বেশ উপকার পাবেন।

০৫. আপেল সিডর ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৬. পেঁয়াজের রস ও আপেল সিডর ভিনেগার মিশিয়ে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৭. ৫ চামচ হলুদের গুঁড়োর সাথে ১০ চামচ হালকা গরম দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কাজটা অত্যন্ত কঠিন, তবে করতে পারলে মেছতা ব্রণ আজীবনের জন্য চলে যাবে.. ওরিজিনাল চন্দন কাঠকে (যেটা সাধারণত খাগরাচরিতে পাওয়া যায়) পাটার(যেখানে পেয়াজ,রসুন বাটা হয়) উল্টোপিঠে একচামচ কাচাদুধ দিয়ে চন্দন কাঠটাকে ১০ মিনিট ঘসতে থাকুন, দেখবেন কিছুক্ষণ পর ওই মিশ্রনটা বাদামী রঙের হয়ে গেছে যা অনেকটা ফেয়ার & লাভলীর মতই, এবার ভালোভাবে মুখ ধুয়ে পুরো মুখে এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন,সকাল বেলা ঘুম থেকে উঠে দেখবেন মুখে একটা টানটান ভাব অনুভব করছেন তারপর ধুয়ে ফেলুন | এভাবে ১ সপ্তাহ করলে আপনার মেছতা দুর হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ