Call

যেহেতু আপনার ভাই বৃত্তি পাওয়ার পর T.C নিয় অন্য স্কুলে চলে গেছে,শিক্ষা ক্ষেত্রে এমন একটি বিষয় লক্ষ করা হয়,যে শিক্ষার্থী উপস্থিত কিনা,বৃত্তির টাকা পাওয়ার সাথে শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টা লক্ষ করা হয় না,বৃত্তির টাকা কিছু বিষয়ের উপর লক্ষ করা হয় যমনঃশিক্ষার্থীর গ্রেড অথবা বৃত্তির গ্রেডের উপর যেমনঃ১।সাধারন বৃত্তি২।ট্যানেলপুলে বৃত্তি,আপনার ভাই যদি সেই গ্রেডে পরে তাহলে Gov.t(সরকার)থেকে আপনার ভাইকে বৃত্তির টাকা দেয় হয়েছে এবং অবশ্যই টাকা পাবে,বৃত্তির টাকাটা Gov.t মেজিষ্ট্রেটের শিক্ষাঅফিসার(T.N.O)এর মাধ্যমে বিভিন্ন কলেজে বা স্কুলে পৌছে দেয়,আপনার ভাই যে স্কুল থেকে বৃত্তি পেয়েছে ঐ স্কুলের Headmaster(প্রধান শিক্ষক)এর সাথে যোগাযোগ করুন তাহলে টাকাটা পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App