শেয়ার করুন বন্ধুর সাথে

Storge Love: ( আত্মিক ভালবাসা) পরিবারের সদস্যদের মধ্যে যেধরনের ভালোবাসা দেখা যায় । যেমনঃ সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, ভাই বোনদের মধ্যে ভালোবাসা 

Philos Love: (জাগতিক ভালবাসা)সাধারনত বন্ধুদের মাঝে যে ধরনের আবেগ বা ভালোলাগা থাকে তাকে Philos Love বলে। 

Platonic Love: ( নিষ্কাম ভালবাসা)এই ধরনের ভালোবাসার মূল শর্ত দুইটি ১। এটা অবশ্যই বিপরীত লিঙ্গের মাঝে হতে হবে ২। এখানে কোন যৌনাকাঙ্ক্ষা থাকবে না । 

Eros Love: ( কামময় ভালবাসা) এটাকে অনেকে erotic love ও বলে থাকে । এই ধরনের ভালোবাসায় শুধু যৌন চাহিদাই মুখ্য । বলা যেতে পারে শুধুই জৈবিক চাহিদার জন্য এধরনের ভালোবাসার সৃষ্টি। 

Agape Love: (নিঃশর্ত ভালবাসা)সোজা বাংলায় একে অপরকে পাবার তীব্র আকর্ষণ বা নর নারীর প্রেম । এইখানে কোনরূপ শর্ত কখনো মুখ্য হয়না , নর এবং নারীদের চিরকাল এক সাথে থাকার বাসনাটাই মুখ্য এখানে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • ভালোবাসা কী-? 

বিশেষ কারো জন্য মনের এক নিঃস্বার্থ সুন্দর অনুভূতি। যা সৃষ্টিকর্তার পক্ষ হতে উপহার স্বরুপ। যার কখনো পরিবতর্ন হয় না। 

  • ভালোবাসা কত প্রকার ও কি কি-? 

ভালোবাসা হতে পারে বিভিন্ন প্রকারের। তার মধ্যে উল্লেখযোগ্য নিম্নরুপ- 

  1. কথ্য ভালোবাসা 
  2. লেখ্য ভালোবাসা
  3.  মৌন ভালোবাসা
  4.  ইঙ্গিতপূর্ণ ভালোবাসা 
  • কথ্য ভালোবাসা কাকে বলে-? 

যে ভালোবাসা কথার মাধ্যমে প্রকাশ হয় তাকে কথ্য ভালোবাসা বলে। যেমন: I♥ U- আমি তোমাকে ভালোবাসি। 

  • লেখ্য ভালোবাসা কাকে বলে-? 

যে ভালোবাসা চিঠি পত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে লেখ্য ভালোবাসা বলে। যেমন: প্রাচীন ও বর্তমান যুগের ভালোবাসা। 

  • মৌন ভালোবাসা কাকে বলে-? 

যে ভালোবাসা মনের আবেগ থেকে হয় তাকে মৌন ভালোবাসা বলে। যেমন: বাবা-মার সন্তানের প্রতি ভালোবাসা।প্রকৃত প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। 


  • ইঙ্গিতপূর্ণ ভালোবাসা কাকে বলে-? 

যে ভালোবাসা আকার ইঙ্গিত বা ভাবের মাধ্যমে বোঝানো হয় তাকে ইঙ্গিতপূর্ণ ভালোবাসা বলে। যেমন:চোখমারা,সামনে গিয়ে হাসা ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ