Call

আন্ডারওয়্যার পরার কারন হল উত্তেজিত পুরুষাঙ্গ যাতে মানুষের কাছে প্রকাশ না পায় সে জন্য, কারো যদি এটা পড়ার কারনে উত্তেজিত হয় তবে তার না পড়াই ভালো , আর গরম কালে বেশিক্ষন না পড়াই ভালো কারন এতে শুক্রানু দুর্বল হয়ে যায় । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আন্ডারওয়ার না পরলে সম্ভ্রম পুরোপুরি ঢাকা যায় না। তাই পরি।  আর এটা না পরলে সেরকম কোনো কিছু হয় না, তবে উওেজিত হলে,  আপনিই লজ্জাজনক অবস্থায় পড়তে পারেন, তাই আন্ডারওয়ার পরাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অনেকসময় প্যান্ট ছিড়ে বা ফেটে যায় । বিশেষ করে রাস্তায় প্রসাব করতে বসলে যদি প্যান্ট পুরাতন হয় । আন্ডারপ্যান্ট আপনাকে সে সমস্যা থেকেও বাচাবে ।

তবে ঘরে এসে আনডারপ্যন্ট খুলে ফেলতে হবে । কেননা এর তাপমাত্রা লিঙ্গের স্ক্রোটামের জন্যে ক্ষতিকর । দীর্ঘদিন এটি পরে অভ্যাস করলে বাসে উঠলে মনে হতো স্ক্রোটাম একটি বাড়ি জিনিস । তারপর আন্ডারপ্যান্ট ছেড়ে দেয়ার এক মাসের মধ্যে এটি ভালো হয়ে যায় । আন্ডারপ্যান্ট স্যাতসেতে পরিবেশ তৈরী করে যা জীবানুর বংশ বিস্তার করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ