শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

বাসা বলতে আমরা সাধারণত বুঝে থাকি অস্থায়ী কিংবা পরনির্ভরশীল এমন একটি থাকার ব্যবস্থাকে l আর বাড়ি বলতে বুঝায় যেটা নিজের বা নিজেদের বসবাসের জায়গা l কেননা সচরাচর আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে কিংবা আমার কেউকে জিজ্ঞাসা করলে যদি বলা হয় আমার বাসা মিরপুর বা গুলিস্তান তখন আমরা মনে করি এটি জাস্ট শহরের বাসা l আর যখন বলা হয় আমার বা আমাদের বাড়ি মিরপুর এর কালসিতে বা যাত্রা বাড়ির পাশেই তখন আমরা ভাবে নেই নিজদের বাড়ি l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারনত আমরা বাসা বলতে, ভারা বাসা বুঝি। আর বাড়ি বলতে নিজের বাড়ি বা গ্রামের বাড়ি বুঝি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাসা ছোট , বাড়ী বড়।বাসা অস্হায়ী ,বাড়ি স্হায়ী ।বাসা শহরের,বাড়ি গ্রামের।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ