শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

মাড়ির সংক্রমণ (Gingivitis) এর কারনে দাঁতের মাড়ি সরে যায়, মুখগহবর সঠিকভাবে পরিষ্কার না করার ফলে সৃষ্ট plaque একসময় মাড়িতে gingivitis নামক রোগের সৃষ্টি করে এতে মাড়ি লাল হয়ে ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে রক্তপাত হতে পারে, কিছু ক্ষেত্রে দাঁত-মাড়ির সংযোগস্থল থেকে মাড়ি উপরে সরে যেতে থাকে (receding gums) চিকিৎসা না করলে এতে মাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং অকালে দাঁত হারানোর সম্ভাবনা থাকে। করনীয় হচ্ছে : ১। ভিটামিন সি এবং ভিটামিন এ যুক্ত খাবার গ্রহণ করা, ২। নিয়মিত দাঁত ও দাতের মাডি পরিষ্কার করা, ৩। দুবলো ব্রাশ করা, ৪। ফ্লুরাইড যুক্ত টুটপেষ্ট ব্যবহার করা, ৫। ব্যথা থাকলে ব্যথা নাশক ঔষুধ সেবন করা। আর দাঁতের অধিকতর সমস্যার জন্য একজন ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ