mehbub

Call

আইনত কারও জমি কেউ দখল করতে পারে না,তবে যদি হয় তাহলে দলিল,খজনা রশিদ ও রেকর্ড দেখিয়ে বি।এল।আর অফিসে আপডেট আছে কিনা দেখুন।এবার পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতে এবং পৌরসভা এলাকায় পৌরসভাতে জানাতে হবে,প্রথম ধাপে তারা আপোসে মিমাংশা করার চেষ্টা করবে,যদি ফল না হয় তাহলে তাদের কাছ থেকে রিসিভ কপি নিয়ে থানায় জি,ডি করুন।থানা থেকে চেষ্টা করবে উভয় পক্ষকে ডেকে সমাধান করার।শেষ অস্ত্র কেশ করুন কোর্টে ফায়সালা হবে,আপনার রায়ত যায়গা হলে আপনি নিশ্চই পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ