Unknown

Call

"লুনার অ্যাম্বাসি" নামক একটি প্রতিষ্ঠান চাঁদে জমি বিক্রির অদ্ভুত এই স্ক্যামটির পরিচালনা করছে। 

আন্তর্জাতিক আইন অনুযায়ী, "কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল বস্তুর মালিক তিনিই হবেন যিনি সর্বপ্রথম এর মালিকানা দাবি করবেন।" লুনার অ্যাম্বাসি এই বাক্যটিকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাদের মতে লুনার অ্যাম্বাসিই সর্বপ্রথম চাঁদের মালিকানা দাবি করেছে, সুতরাং তারাই এর মালিক। চাঁদে তারা প্রতি একর জমি ১৯-৩০$ এ বিক্রি করছে। পাশাপাশি তারা অন্যান্য গ্রহকেও নিজের সম্পত্তি বানিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

image

কিন্তু সত্যিকার অর্থে এটা শুধুই একটা স্ক্যাম। যদি আমরা তাদের যুক্তিটাই ধরে নিই তাহলে তাদের এই মালিকানা অবশ্যই সরকারি অনুমোদন সাপেক্ষে আদায় করতে হবে যা কিনা লুনার অ্যাম্বাসি করেনি। সুতরাং এখানেই স্পষ্ট যে এটি একটি অপপ্রচার ছাড়া কিছুই নয়। আপনি এর পিছনে টাকা খরচ করলে শুধু এক পাতা কাগজের মালিক হবেন, এর বেশি কিছুর নয়।

চিন ও ব্রিটেনসহ বেশকিছু দেশে এদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ