থাকার ঘর কবরের উপড় করা কি ঠিক হবে, জায়গা অল্প। কবরের বয়স ৫০ এর উর্ধে।
শেয়ার করুন বন্ধুর সাথে

কবরের বয়স যতই হোক না কেন আপনার কোন আত্নিয় এর কবরের ওপর দিয়ে কি বার বার হাটতে পারবেন ?, না । কারন:- আপনি ভাববেন যে সে হয়তো নিচে শুয়ে আছে । কবরের ওপর ঘর না বানানোই ভাল ।কারন:- ঘর বানালে ঘরের ভিতর ঐ কবরের ওপর দিয়েই আপনাকে হাটতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মনে হয় আপনি ঘর করতে পারবেন|তবে এটা আপনার ব্যাপার জেনে বুঝে ঘর করেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি ঘরটি বসবাস করার জন্য বানাতে চান তাহলে বলবো, ঘরটি না বানানোই ভালো । কেননা আপনি নিশ্চয়ই চাননা আপনার ঘরে কারো কবর থাকুক । আর যদি ঘরটি কবরের হেফাজতের জন্য তুলতে চান তাহলে তুলতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ