শেয়ার করুন বন্ধুর সাথে
Riaztipu

Call

নিহত বা মৃত কোন মুনাফিক ও নাস্তিকের জানাযার নামাজ পড়া যাবে কিনা সে বিষয়ে সহীহ বুখারির একটি হাদীস এবং কুরআনের আয়াতঃ     "হজরত আব্দুল্লাহ ইবন ওমর(রাঃ) থেকে বর্ণিত, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলো, তখন তার ছেলে আব্দুল্লাহ এসে রাসূল(সাঃ) এর কাছে আরজ করলোঃ হে রাসূল(সাঃ), আপনার পরিধেয় কাপড়টি চাই আমার পিতার কাফন দিতে। আপনি জানাজার নামাজ পড়াবেন এবং আমার বাবার রুহের মাগফেরাতের জন্য দোয়া করবেন।রাসূল(সাঃ) তাঁর কাপড় দিলেন এবং যথাসময়ে জানাজার নামাজ পডানোর জন্য প্রস্তুতি নিলেন। এই সংবাদ পাওয়া মাত্রই হজরত ওমর (রাঃ) এসে রাসূল(সাঃ)-এর জামা টেনে ধরে বললেন, আল্লাহ আপনাকে মুনাফিকদের জানাযা পড়তে কি নিষেধ করেন নি?জবাবে রাসূল(সাঃ) বললেন, দোয়া করা না করা উভয়ই আমার এখতিয়ার। আল্লাহ আমাকে এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। অতঃপর রাসূল(সাঃ) আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাযার নামাজ পড়ালেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ