শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অস্থি অনমনীয়, শক্ত ও ভঙ্গুর। ইহা দেহের অভ্যন্তরীণ কাঠামোর প্রধান অংশ গঠন করে। এর চারদিকের আবরণীকে পেরিঅস্টিয়াম বলে। অস্থি দ্বারা মেরুদন্ডী প্রাণীর কংকাল গঠিত হয়। এর ফাঁপা মধ্যভাগ লোহিত বা শ্বেতমজ্জায় পূর্ণ থাকে। ফাঁপা মধ্যভাগকে বলা হয় মজ্জা গহ্বর। ম্যাট্রিক্সের শতকরা ৪০ ভাগ জৈব পদার্থ, অবশিষ্ট ৬০ ভাগ অজৈব পদার্থ। জৈব অংশ কোলাজেন তন্তু ও অসি মিউকয়েড তন্তু দ্বারা গঠিত এবং অজৈব অংশ ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। পেশী কলা সংকোচন ও প্রসারণে সক্ষম এবং অসংখ্য তন্তু নিয়ে গঠিত। এর কোষগুলো নিউক্লিয়াস বিশিষ্ট এবং সারকোলেমা (Sarcolemma) নামক পর্দা দিয়ে আবৃত। ৭৫ শতাংশ পানি ও ২৫ শতাংশ কঠিন পদার্থে গঠিত কোষগুলো আকৃতিতে সুতার ন্যায় লম্বা বিধায় এদেরকে পেশীতন্তুও বলা হয়ে থাকে। পেশী কলাস্থ কোষের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বল। সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য উপতন্তু বা মায়োফাইব্রিল (Myofibril) দেখতে পাওয়া যায়। এ কলার আন্তঃকোষীয় ফাঁকগুলোতে বিভিন্ন ধরনের কলা উপস্থিত। গঠন, কাজ ও অবস্থানের উপর ভিত্তি করে পেশী কলাকে তিনভাগে ভাগ করা যায়। যথা- রৈখিক (Striated) বা ঐচ্ছিক (Voluntary) পেশী, মসৃণ (Non-striated) বা অনৈচ্ছিক (Involuntary) পেশী এবং হৃদ (Cardiac) পেশী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ