শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

প্রস্রাব করার সময় আমরা হঠাৎ করেই শরীরের কিছু তাপমাত্রা হারিয়ে ফেলি, আমাদের ইন্টারনাল বডি খুবই সেনসিটিভ হওয়ায় এই সামান্য তাপ হারানোর ঘাটতিও পূরণ করার প্রয়োজন দেখা দেয়। উক্ত শিহরণ বা হালকা ঝাঁকুনির সৃষ্টি করেই এ চাহিদা পূরণ করা হয়। প্রস্রাবের চাপ অর্থাৎ মূত্র নির্গমনের গতি যত বেশি হবে ঝাঁকুনিও তত জোরে হবে। বসে থাকলে এ চাপ অনেকটাই হ্রাস পায় বলে মহিলাদের ক্ষেত্রে বা যারা বসে প্রস্রাব করেন তারা এ ঝাঁকুনিটা প্রায় অনুভব করেননা বললেই চলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ