Unknown

Call
আপনি সার্চ রেজাল্টের ওয়েবসাইটে প্রবেশ করে কোনো বিজ্ঞাপনে ক্লিক করলে তারা আপনাকে এরকম পেজে রিডাইরেক্ট করে। ঐ পেজে গুগলের লোগো থাকলেও সেটি কিন্তু গুগলের পেজ একদমই নয়, এড্রেসবার চেক করলেই বুঝবেন।
ভাইব্রেট চালু করে আপনাকে বলা হয় যে ফোনের কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক করতে "অমুক" অ্যাপটি ইন্সটল করুন। ((আসলে আপনার ফোন ঠিকই আছে, এটা ফেক ওয়ার্নিং))


সাধারণত বিভিন্ন আনকমন ফাইল, ফ্রি পেইড অ্যাপ ডাউনলোড করতে গেলে এরকম পেজে রিডাইরেক্ট করে। এড্রেস বারে লক্ষ্য রাখুন, ক্লিকের পর এড্রেস কোনো এডলিঙ্কে পরিবর্তিত হলে বা নতুন উইন্ডোতে ওপেন হলে সাথে সাথে ব্যাক বাটন চেপে ফিরে আসতে পারেন। পুনরায় উক্ত লিঙ্কে করলে সাধারণত অরিজিনাল ফাইল ডাউনলোড শুরু হবে, যদি নাহয় তাহলে বুঝে নিবেন সেটা স্পাম সাইট।



আপনার যদি ওয়েব ডেভেলপিং এর সম্পর্কে সাধারন ধারণা থাকে তাহলে এই ডেমো গুলো থেকেই বুঝতে পারবেন উল্লিখিত ওয়ার্নিং কিভাবে কাজ করে।
Talk Doctor Online in Bissoy App