শেয়ার করুন বন্ধুর সাথে
Call

http://rbzone1.renubakshi.netdna-cdn.com/wp-content/uploads/2015/09/Homemade-Honey-Face-Wash1.jpg?2966bf ত্বকের জন্য মধুর ফেসপ্যাক। অতি প্রাচীন কাল হতে মধু ত্বকের জন্য খুব উপকারী বয়ে এনেছে- ১. মধু ত্বকের কোমল ভাবে ময়লা দূর করে ত্বক কে রাখে সজিব ও প্রানবন্ত। ২.মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে পরিচিত যা ব্রন থেকে মুক্তি দেয়। ৩.মধু মুখের সংবেদনশীল ত্বকের জন্য খুবই একটি উপকারী প্রসাধনী। ৪.মধু সব ধরনের ত্বকের জন্য খুবই উপকারী তৈলাক্ত ত্বক ও খসখসে ত্বক সব ধরনের ত্বকে বেশ উপকারী। ৫.ব্রন ও বিভিন্ন দাগ যুক্ত ত্বকের ব্যাকটেরিয়া ও দূর করতে মধু খুবই উপকারী। যে ভাবে ব্যাবহার করবেন মধুঃ- প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন, এর পর হাতের তালুতে মধু নিয়ে পুরো মুখে ম্যাসেজ করবেন, এভাবে ২০-৩০ মিনিট রাখবেন, তারপর মুখ ফেসওয়াস বা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ