শেয়ার করুন বন্ধুর সাথে
AbsAnik

Call

প্রথমেই বলে নিচ্ছি আমি কোন মুফতি নই, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কোন যোগ্যতা আমার নাই। স্বপ্নে সূরা ফাতিহা পড়ার ব্যাখ্যা আমি একজন মুফতির কাছ থেকে শুনছিলাম। > স্বপ্নে যদি কোন ব্যক্তি সূরা ফাতিহা সম্পূর্ণটা অথবা তার কিছু অংশ পাঠ করে তাহলে ব্যাখ্যা হবে - সে এমন দোয়া করবে আল্লাহ র দরবারে, যা নিশ্চিত কবুল। আর এমন উপকার লাভে ধন্য হবে, যার ফলে তার মনে আনন্দের ঢেউ বয়ে যাবে। অপর ব্যাখ্যা - সূরা ফাতিহা পাঠকারীর বিভিন্ন অঞ্চলের সাত নারী বিয়ে করার ভাগ্য হবে এবং সে মুস্তাজাবুদ দাওয়াত তথা তার দো'আ আল্লাহ র দরবারে নিশ্চিভাবে কবুল হবে। নবী কারীম (সল্লালাহু আলাইহি অসাল্লাম) থেকে দো'আ এর দলীল যে, প্রত্যেক দো'আর আগে পরে তিনি "আলহামদুলিল্লাহি রাব্বিল আল আমীন" পাঠ করে নিতেন। তারপরেও আপনার পরিচিত কোন অভিঙ্গ মুফতি সাহেবের কাছ থেকে ব্যাখ্যা টা বিশ্লেষণ করে নিয়েন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ