প্রতিদিন ব্যবহারের চেয়ে একদিন পর পর ব্যবহার করাই ভাল হবে - সানসিল্ক শ্যাম্পু : - ভাল দিক - আপনার চুল যদি কালার করা হয় তবে এটি আপনার চুলের রঙ কে পরিবর্তন করবে না বা চুলকে কালো করে তুলবে না। এটি ক্রিমি আ এক ঘ্রাণটা চমৎকার । আপনার চুলকে আরও কালো আর সাইনি করে তুলবে । এটি ব্যবহারে মাথার ত্বকে কোন চুলকানি বা অসস্তি হবে না। চুলকে নরম, কোমল করার সাতে সাথে ময়েসচারাইজার ও করে। চুলকে সাইনি আর সিল্কি করার পাশাপাশি আকর্ষণীয় করে তোলে এটি ব্যবহারে মাথার ত্বকে কোন সমস্যা হবে না। সব জেনারাল ষ্টোরে আর ছোট দোকানেও পাওয়া যায়। ঘ্রাণটি হালকা এবং আপনাকে একটি সজিবতার পরশ দেবে । সূর্যরশ্মির বিরুদ্ধে ইউভি সুরক্ষা দেবে বলে পণ্যটি দাবি করে। - সানসিল্ক শ্যাম্পু: - খারাপ দিক- - এটি আপনার চুল পড়া রোধ করে না। তবে এটি চুল পড়া বাড়ায়ও না। আপনার মাথায় যদি খুশকি থাকে বা চুল খুব বেশী ময়লা হয় তবে এটি খুব ভাল কাজ করে না বা এটি সঠিক শ্যাম্পু নয় আপনার জন্য । রাসায়নিক উপাদান রয়েছে । গসলের সময় এর সুঘন্ধ থাকে কিন্তু এই সুঘ্রান বেশিক্ষন থাকে না। এটি আপনার চুলে একটি সাইনি ভাব আনে ঠিকই কিন্তু তা ইউনিলিভারের বিজ্ঞাপনে দেখানো সাইনি এ মতো তত নয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ