শেয়ার করুন বন্ধুর সাথে

বিভিন্ন কারণে মানুষের মাথাব্যথা হতে পারে যেমন: বেশি কাজের চাপ, পানিশূন্যতা, তীব্রতর শব্দের মধ্যে বেশিক্ষণ অবস্থান করা, উদ্বেগ, উত্তেজনা ইত্যাদি। মাথা ব্যথার বড় কারণ হচ্ছে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে সমস্যা। আর এই রক্ত সঞ্চালনের তারতম্যের কারণেই মাইগ্রেন হয়। মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে চোখে অন্ধকার দেখা বা মাথা ঘোরা, ঝিমঝিম করা ইত্যাদি সমস্যা হয়। পরে রক্ত চলাচল হঠাৎ বেড়ে গেলে প্রচণ্ড মাথাব্যথার অনুভূতি তৈরি হয়। এটাকে বলে মাইগ্রেন। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। এখন কথা হলো কি করে এর থেকে মুক্তি পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু নিয়ম কানুন মেনে চললেই এ সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় না। তার জন্য দরকার প্রপার ট্রিটমেন্ট। মাথা ব্যাথা যে কারণেই হোক না কেন এর ভালো এবং সর্বাধিক কার্যকরী সমাধান রয়েছে হোমিওপ্যাথি চিকিত্সা বিজ্ঞানে। আপনি একজন ডাক্তারের শরনাপন্ন হন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হোমিও ডাক্তারের পরামর্শ মত এই ঔষুধ গুলোর মোধ্য যে কোনটি খাবেন | Belladonna. Calcarea phosphorica. Glonoinum. Lachesis. Natrum muraticum. Silicea.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AlNahiyan

Call

অল্প কয়েকদিন মাথাব্যথা হওয়াটা বেশি সমস্যার না.তবে বেশিদিন যদি ঠান্ডা লাগা বা অন্য কারণ ছাড়া ব্যথা হয় তবে তা মোটেও ভালো লক্ষণ না.আমার এক প্রতিবেশীর কারণ ছাড়া দীর্ঘদিন মাথা ব্যথা ছিল.পরে ডাক্তার দেখালে মাথায় টিউমার ধরা পড়ে.পরে অপারেশন করে তা অপসারণ করা হয়. টিউমার বেশিদিন থাকলে তা ক্যান্সারের রূপ নেয়. তাই মাথা ব্যথা বেশিদিন থাকলে ডাক্তার দেখানো উচিত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ