শেয়ার করুন বন্ধুর সাথে
SUIS

Call

Antiseptics হচ্ছে সংক্রামক-রোগবীজ নাশক পদার্থ , যা সাধারণত সহজেই ত্বক এবং ক্ষতের উপর ব্যবহার করা যায় ক্ষত পরিষ্কারের উদ্দেশে । যদিও এটি একটি রাসায়নিক বস্তু , তবে দেহের বিভিন্ন কোষের উপর বিষক্রিয়া হবার সম্ভাবনা খুবই অল্প । Antibiotics হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ , যা মূলত প্রস্তুত করা হয় micro-organism থেকে এবং তা ব্যবহারিত হয় বিভিন্ন সংক্রামক ব্যাধির চিকিৎসা এবং প্রতিরোধে । আজকাল এটি সিনথেটিক্যালি বা সেমি-সিনথেটিক্যালিও প্রস্তুত করা হচ্ছে । এর মূলকাজ হচ্ছে, দেহে উপস্থিত ক্ষতিকর অণুজীবগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলা , বা তাদের বংশবৃদ্ধিকে প্রতিহত করে । Antibiotic and antisepticsয়ের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে, antibiotics দেহের ভিতর ও বাহির, সব জায়গাতেই কাজ করে । এগুলোকে আমরা খেতে পারি ওষুধ হিসেবে, বা ইনফিউসনের মাধ্যমে ওষুধ হিসেবে ব্যবহার করি । তবে antibioticsয়ের অনেক সাইড ইফেক্টও আছে । Antiseptics শুধুমাত্র দেহের বাইরেই ব্যবহার করা যায় । তা কখনই ওষুধ হিসেবে খাওয়া যায় না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ