শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নেতা বলতে যে কেবল রাজনীতিবিদ কে বোঝায় তা কিন্তু নয়। সমাজ জীবনের প্রতিটি স্তরেই আসলে মানুষের নেতা+নেতৃত্বের প্রয়োজন। ব্যক্তিগত জীবনে নিজেকে পরিচালনার ক্ষেত্রে সুচিন্তা ও সুপরিকল্পনা এবং আত্মবিশ্বাস ও নিয়ম-শৃংখলা মেনে চলাটা জরুরি। এসব অনুশীলনের ক্ষেত্রে যে ব্যক্তি যত কৃতকার্য সে ব্যক্তি জীবনে তত সফল। অর্থাত্, এসব গুণাবলী অর্জনের মধ্যদিয়ে ব্যক্তিচিত্তে নেতৃত্বেরই দক্ষতা সঞ্চারিত হয়। যা তাকে পারিবারিক জীবনেও সফলভাবে পরিবার পরিচালনার ক্ষমতা জোগায়। অন্যদিকে, সমাজের অন্য সকল স্তরেও ব্যক্তিমানুষের সফল ও যোগ্য নেতৃত্বের উপরই নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের সাফল্য। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির যদি নেতৃত্বের গুণাবলী না থাকে তাহলে সে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। নেতৃত্বের সাফল্য আসলে বহুলাংশেই তাই নেতার ব্যবস্থাপনা-দক্ষতার উপর নির্ভরশীল। দক্ষ ব্যবস্থাপনাই প্রকৃত প্রস্তাবে সকল সাফল্যের চাবিকাঠি। এম্নিভাবে সমাজে বা রাষ্ট্রে বিদ্যমান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদেরকে পরিচালনার ক্ষেত্রে যত দক্ষ, দূরদর্শী, প্রজ্ঞাবান ও ধীমান ব্যক্তির সন্ধান পাওয়া যাবে ততই মঙ্গল। নেতা হচ্ছে সে যে নিঃস্বার্থ ভাবে বলিষ্ঠ কণ্ঠে বীর দর্পে সততার সাথে জনগণ ও দেশের কল্যাণ করবে। মানুষের বিপদে এগিয়ে আসবে। দেশ ও জনগণের কথা ভাববে। নেতা দেশ ও দেশের জনগণের চিন্তা করে এবং সকল শ্রেণীর মানুষকে একত্রিত করে। একটি প্লাটফর্মে এন দাবি আদায়ে বাধ্য করাতে এবং জনগণেরও সাধারণ মানুষের ভালবাসা অর্জন করতে সক্ষম অর্থাৎ যার কথাতে সাধারণ মানুষ চোখ বন্ধ করে জীবন দিতে প্রস্তুত ও দেশের উন্নয়নে জনগণ যার উপর ভরসা করে তাকে নেতা বলে। প্রধান বৈশিষ্ট্য নেতৃত্ব দেয়ার ক্ষমতা । ---রাজনীতিবিদ দেশের সেবায় নিয়োজিত একদল কর্মী ও নিজ নিজ দেশের সংবিধান মেনে জনগণের জন্য কাজ করে যাবে। রাজনীতিবিদ দেশের সংবিধানকে অটুট রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ঘাত-প্রতিঘাত সহ্য করে, রাজপথ কাঁপিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দাবী আদায়ের জন্য সংগ্রাম করে, জেল-জুলুম সহ্য করে একটা সময় নির্বাচিত হয় বা হয়না তাঁদের আমরা বলব- রাজনীতিবিদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ